হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী জামিন পেয়েছে। বুধবার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএফএম আব্দুল মবিনের আদালত তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।

তিনি বলেন, বুধবার বিকেলে আমিসহ হবিগঞ্জ বিএনপির ৪০ নেতাকর্মী আদালতে জামিন আবেদন করি। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল, অ্যাডভোকেট সজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ শতাধিক আইনজীবী।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বেলা ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌণে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করে।

মোহাম্মদ নুর উদ্দিন/আরআই