ভোটকেন্দ্রের চারদিকে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রের বাইরে ভোটারদের পান খাওয়াচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী আকলিমা আক্তারের সমর্থকরা।

বুধবার (৫ জানুয়ারি) সকালে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের গড়াকাটা ভোটকেন্দ্রে আকলিমার সমর্থকদের পান বিতরণ করতে দেখা গেছে।

আকলিমা হেলিকপ্টার প্রতীক নিয়ে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পান বিতরণ কেন করছেন, জানতে চাইলে আকলিমার সমর্থক সুরুজ বানু ও মোচ্ছাম্মদ হুচনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে ভোটারদের মাঝে পান বিতরণ করছি। যারা ভোট দেবে না, তাদের কাছে দোয়া চাইছি। আজ সারা দিন ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পান বিতরণ করব আমরা।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার তিন উপজেলার ১৮ ইউনিয়নে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৪ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে জামালগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নে ২৪, শাল্লা উপজেলার ৪ ইউনিয়নে ১৭ এবং ধর্মপাশা উপজেলার ১০ ইউনিয়নে ৫৩ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে ধর্মপাশার ১০০, শাল্লার ৪০ ও জামালগঞ্জের ৪২ কেন্দ্রে।

ধর্মপাশা উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৫৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। জামালগঞ্জ উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করবেন ৮২ হাজার ২৪৪ জন। এদিকে শাল্লা উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করবেন ৮৪ হাজার ৮৭৫ জন।

সাইদুর রহমান আসাদ/এনএ