পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাভারের আশুলিয়ার একটি কেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নৌকার এজেন্টকে সিল মারার দৃশ্য দেখা গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাবালে নুর বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে।

স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট জমির আলী বলেন, ‘সকাল থেকে ভালোভাবেই ভোট গ্রহণ চলছিল। কিন্তু ১০টার দিকে এক ব্যক্তি এসে বলে দেয়, ‘নৌকার ভোট ওপেনে হবে’। এর পর থেকেই নৌকার পোলিং এজেন্ট মো. জিয়া ভোটারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নিজেই সিল মারছেন। পরে পুলিশ এসে বন্ধ করে দেন।’

এ ব্যাপারে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল বলেন, এ ধরনের ঘটনা ঘটেনি। সামান্য জটলা সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণে নেওয়া হয়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মালেক বলেন, আমি অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছি। সাথে সাথেই তা বন্ধ করেছি। আপনারা চাইলে ভেতরে গিয়ে দেখতে পারেন।

মাহিদুল মাহিদ/এমএসআর