নরসিংদীতে সকাল থেকে ভোটারের দীর্ঘ সারি
পঞ্চম ধাপে নরসিংদীর শিবপুর ও বেলাব উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
শিবপুরের পুটিয়া ইউনিয়নের ৮৯ নং ভরতেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি। শীত এবং কুয়াশা ভেদ করে ভোটাররা কেন্দ্রে আসছেন।
বিজ্ঞাপন
মালতি রানী সূত্রধর নামে ষাটোর্ধ্ব এক ভোটার বলেন, কুয়াশা আর শীত অনেক। তবুও সবার সঙ্গে ভোট দিতে এসে ভালো লাগছে।
আম্বিয়া খাতুন নামে আরেক ভোটার বলেন, কোনো সমস্যা ছাড়াই আমি ভোট দিতে পেরেছি। ভোটের কক্ষ খুঁজে পাচ্ছিলাম না। তখন দায়িত্বরত আনসার সদস্যরা সাহায্য করেছে আমাকে। ভোট দিতে পেরে আনন্দ লাগছে।
নরসিংদী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছে। তিনটি ইউনিয়নে দায়িত্বে রয়েছেন একজন করে ম্যাজিস্ট্রেট। এছাড়া র্যাব, বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে।
রাকিবুল ইসলাম/এসপি