রাজশাহীতে বার্ষিক পুলিশ সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহীতে জেলা ও মহানগর পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বিকেলে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বছরে এ একটি দিনের জন্য প্রতিটি পুলিশ সদস্য ও তাদের পরিবার অপেক্ষায় থাকে। পুরো অনুষ্ঠানটি ছিল গোছাল ও সুশৃঙ্খল।
রাজশাহী পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ প্রধানপত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক, নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এবং জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই মনোরম প্যারেড প্রদর্শন করেন রাজশাহী মহানগর পুলিশ ও জেলা পুলিশের খেলোয়াড়। দুইজন ক্রীড়াবিদের মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পর্যায়ক্রমে ১০০ মিটার দৌড়, বালিশ বদল, ১০০ মিটার হাঁটা, রশি টানাটানিসহ বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/আরআই