৫০ কিমি দৌড়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করলেন নুরুল করিম
নুরুল করিম। নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। করোনার সময় থেকে নিয়মিত দৌড়ান তিনি। ২০২১ সালে মোট ২১০০ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়েছেন। তবে বিজয়ের ৫০ বছর উপলক্ষে প্রথমবারের মতো এক দিনে নীলফামারী থেকে পঞ্চগড়ের বোদা পর্যন্ত ৫০ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়েছেন।
জানা যায়, শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে দৌড় শুরু করেন তিনি। নীলসাগর রোড হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ পার হয়ে বোদা উপজেলার কাছাকাছি গিয়ে তার দৌড়েশেষ হয়। ৫০ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করতে তার সময় লেগেছে ৪ ঘণ্টা ৩৭ মিনিট।
বিজ্ঞাপন
নুরুল করিম ঢাকা পোস্টকে বলেন, করোনাকালীন থেকে আমি নিয়মিত দৌড়াই, মনের আনন্দের জন্যই দৌড়াই। দৌড়টা আমাকে আত্মবিশ্বাস দেয়, স্বাস্থ্য ভালো রাখে। আমার খুব ইচ্ছে ছিল, মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ৫০ কিলোমিটার দৌড় দিয়ে উদযাপন করব। আজ সে আশা পূর্ণ হলো।
তিনি আরও বলেন, আজকের দৌড় আমি উৎসর্গ করেছি মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি। দেড় বছর আগে মানসিক শান্তির জন্য দৌড় শুরু করি কিন্তু এখন দৌড় নেশায় পরিণত হয়েছে।
তিনি বলেন, আমি ২০২১ সালে ২১০০ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়েছি। ২০২২ সালে আমার ইচ্ছে আছে ২২০০ কিলোমিটার পথ পাড়ি দেব। এছাড়া মেরিন ড্রাইভে ৫০ কিলোমিটার বা ১০০ কিলোমিটার যেটাতে আমি সিলেক্ট হই সেটাতে দৌড়ানোর ইচ্ছে আছে।
এসপি