মাদারীপুরে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন পুড়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার করাচী বিড়ি রোড় এলাকার তোশক পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে খোকন ফকির, মহিদ খলিফা, ছত্তর আকনের মালিকানাধীন লেপের দোকান, আশরাফ মিয়ার মাইক ও ব্যাটারির দোকান এবং সেরজন হাওলাদারের দোকান পুড়ে যায়। এছাড়া মুক্তনগর মাদরাসার দুটি রুমও পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আশরাফ মিয়ার মাইকের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তখন উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন।

খবর পেয়ে মাদারীপুর ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোফাজ্জেল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, এখন সমস্যা নেই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

নাজমুল মোড়ল/এইচকে