নির্বাচনী প্রচারণায় নারীর সাজে যুবক, উৎসুক জনতার ভিড়
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদের থেকে পিছিয়ে নেই সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থীরা। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলায় এমন চিত্র দেখা গেছে।
শ্রীবরদী সদর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন মারুফা আক্তার। তিনি বক প্রতীকের প্রার্থী।
বিজ্ঞাপন
এদিকে ব্যাপক আয়োজনে মারুফা আক্তার তার নির্বাচনী শোভাযাত্রা করেছেন। শোভাযাত্রার সামনে ছিলেন নারীর সাজে এক যুবক। ২০ থেকে ২৫টি ব্যাটারিচালিত অটোরিকশায় চলছিল বক প্রতীক নিয়ে গান। গানের তালে তালে নাচছিলেন কয়েকজন বয়োবৃদ্ধসহ নারী সাজা ওই যুবক। মারুফা আক্তারের নির্বাচনী শোভাযাত্রা দেখতে শ্রীবরদী সদর উপজেলার মামদামারী নামক স্থানে জড়ো হয় শত শত উৎসুক জনতা।
উল্লেখ্যে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে শেরপুরের শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাহিদুল ইসলাম খান/আরএআর