রংপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন। পরে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জসিম বিন জুম্মন, দপ্তর সম্পাদক আমিন সরকার প্রমুখ।
এ সময় সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেওয়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগের নেতারা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা এসেছে। এদেশের মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি পেয়েছে। বর্তমানে জাতির জনকের কন্যা শেখ হাসিনা দেশকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশ এখন বিশ্বে স্বল্প সময়ে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
সভাপতির বক্তব্যে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার ৫০ বছরের মধ্যে রংপুরে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা নিজেই রংপুরবাসীর দায়িত্ব নিয়েছেন, এখন আমাদেরও নৌকার দায়িত্ব নিতে হবে। আগামী দিনে রংপুর হবে নৌকা ও আওয়ামী লীগের ঘাঁটি।
এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের নেতারা।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর