বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন। তিনি সারাদেশের গৃহহীনদের গৃহের ব্যবস্থা করেছেন। সেই ধারাবাহিকতায় সিংড়ায় প্রায় ৮শ গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। এক্ষেত্রে ভিক্ষুক, বিধবা, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের বিষয়ে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সকল কথা বলেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজিসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যান, ভূমি কর্মকর্তাগণ, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
তাপস কুমার/এসপি