বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গোর নিখোঁজ বাবুর্চি জিহাদের মরদেহ ৩২ দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডুবে যাওয়া কার্গোর কয়লা অপসারণ শেষে ডুবুরিরা কার্গোর রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করে। 

নিহত জিহাদ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মঞ্জু মার্কেট এলাকার আলম হাওলাদারের ছেলে।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় কার্গোটি উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দল মরদেহটি গলিত অবস্থায় কার্গোর ভেতর থেকে উদ্ধার করে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হলো। এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

এর আগে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়া-৯ নম্বর বয়া এলাকায় পানামা পতাকাবাহী জাহাজ হ্যান্ডিপার্কের ধাক্কায় ডুবে যায় কয়লাবোঝাই কার্গো এমভি ফারদিন-১। এতে ওই কার্গোতে থাকা ৭ নাবিকের মধ্যে ৫ নাবিক ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তানজীম আহমেদ/আরএআর