নোয়াখালীতে পুলিশের ২৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশের অবসরপ্রাপ্ত ২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি) এসএম রোকন উদ্দিন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সনদসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
এ সময় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্য আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দিতে পেরে আমি খুশি।
অনুষ্ঠানে পুলিশ সুপার (সিআইডি) বশির আহমেদ, পুলিশ সুপার (পিবিআই) মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. মোতাহীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরএআর