সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ নং কৈজুরি ইউনিয়নের নির্বাচনে সারা দিন চেয়ারম্যান পদে নৌকায় ওপেন ভোট দিতে হবে বলে ভোটারদের হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম। অভিযোগ উঠেছে প্রতিটি নির্বাচনী প্রচার সভাতেই ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করা, ওপেন ভোট নেওয়াসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে।  

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে কৈজুরি ঝশিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে মতবিনিময় সময় তিনি এই হুঁশিয়ারি দেন। সেই হুঁশিয়ারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

মতবিনিময় সভায় ঝষিপাড়ার হিন্দু ধর্মাবলম্বীদের নিচু জাত বলে কটাক্ষ করে সাইফুল ইসলাম বলেন, তোমাদের আমি চেয়ারে বসা শিখিয়েছি, মন্দিরের আটচালা ঘর করে দিয়েছি, প্রতিটি হরিসভায় চাল দিয়েছি। অতএব আমাকেই ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, ২৬ তারিখ সকাল সাড়ে ৭টার ভেতরে সিঁদুর পরে ভোটকেন্দ্রে চলে যাবেন, সিরিয়ালে দাঁড়াবেন। কৈজুরি কেন্দ্রে শতভাগ ওপেন ভোট হবে, আপনারা ওপেন ভোট দেবেন। এখানে বাঁধা দেওয়ার কেউ থাকবে না। যারা বাঁধা দেওয়ার চেষ্টা করবে তাদের আটকানোর ব্যবস্থা থাকবে। খাবার ব্যবস্থা থাকবে, সারাদিন কেন্দ্রে থাকবেন, নৌকার বিজয় সুনিশ্চিত।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পেশকার আলী প্রমুখ।

তবে এ বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

উল্লেখ্য, এর আগেও জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাচিলে নির্বাচনী মতবিনিময় সভায় অপরিচিত মুখোশধারীদের উপস্থিত করে সমালোচনার জন্ম দেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী, তাদের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতেই মুখোশধারীদের উপস্থিত করা হয় বলে অভিযোগ ওঠে। আগামী ২৬ ডিসেম্বর এই ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

শুভ কুমার ঘোষ/এসপি