মাথাপিছু আয়ে ভারত-পাকিস্তানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার যা পাকিস্তান ও ভারতের চেয়েও বেশি।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্রশিক্ষণ একাডেমিতে ফ্রেন্ডস ফিয়েস্টা শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর অনেকেই বলেছিল বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার ডলার হতে নাকি ১০০ বছর সময় লাগবে। কিন্তু তা অতিক্রম করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যেই তা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সামাজিক সূচক, জীবনযাত্রার সূচক, অর্থনীতির সূচকসহ সব সূচকে আমরা পাকিস্তানকে ছাড়িয়েছি কয়েক বছর আগেই। স্বাধীনতার পর অনেক পাকিস্তানি খুশি হয়েছিল যে, বাঙালিরা শেষ হয়ে যাবে। কিন্তু ৫০ বছর পর আমরা সব সূচকেই পাকিস্তানকে ছাড়িয়েছি।
মন্ত্রী বলেন, আমাদের স্বপ্ন ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। পরবর্তী প্রজন্ম বঙ্গবন্ধুর এই স্বপ্নকে পূরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া মালদ্বীপ ও ভারতের ২৪ জন ক্যাডেট ও ৩ জন কর্মকর্তাসহ বিএনসিসির রমনা রেজিমেন্টের ক্যাডেট ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নাচ, গান, সংগীত পরিবেশন করেন বাংলাদেশি ক্যাডেটরা।
প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠান দেখতে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভারত ও মালদ্বীপের ২৭ জন ক্যাডেট ও কর্মকর্তা। এ সময় তারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।
মাহিদুল মাহিদ/ওএফ