কক্সবাজারের রামুতে ‘অপহরণ হওয়া’ চার স্কুলছাত্রকে পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‍্যাব ও এপিবিএন। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদ কায়সার নামের একজনকে উদ্ধার করা হয়। এর আধা ঘণ্টা পর উদ্ধার করা হয় জাহিদুর রহমান ও মিজানুর রহমানকে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) ভোরে আরেক অপহৃত মিজান রহমানকে উদ্ধার করে র‍্যাব।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে অপহৃত মোহাম্মাদ কায়সারকে উদ্ধার করা হয়। এ সময় এক অপহরণকারীকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী মিজানুর রহমান নয়ন ও জাহেদুল ইসলামকে উদ্ধার করে এপিবিএন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের চার স্কুলছাত্র। তাদের জীবিত ফিরে পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। স্বজনদের মুঠোফোনে যোগাযোগ করে এ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

এনএ