মা-বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ, কিশোর গ্যাংয়ের হাতে তরুণের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হাতে আলম মিয়া (২০) নামে কলেজপড়ুয়া একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আলম মিয়া উপজেলার ভাটির জগতচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
এলাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষ্মীপুরে একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আলম মিয়ার মা-বোনদের দেখে নানা অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে।
বিজ্ঞাপন
এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে তারা। এ সময় আলম মিয়ার মাথায় আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আলমকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, ওই দিন বিকেল সাড়ে ৪টায় আলম মিয়া তার মা-বাবা ও বোনদের নিয়ে ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করে।
তিনি আরও বলেন, এরই জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে বখাটেদের হাতে আলম আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এ বিষয়ে সকালে নিহতের ভগ্নিপতি সুজন থানায় মামলা করেন। আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
এসকে রাসেল/এমএসআর