রংপুরে ছাত্রলীগের মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল জ্বালিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীরা অবিলম্বে তাকে দ্রুত গ্রেফতার ও তার বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা আলালের কুশপুতুলে আগুন দেন। এর আগে, নগরের রিপোর্টার্স ক্লাব লেন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহীদ মুখতার ইলাহি সরণি হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কানন। 

বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে রাজনৈতিক ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলীয়া সরকারি কলেজ ছাত্রলীগের আট নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবি জানান তারা। সভা শেষে সেখানে বিএনপি নেতা আলালের কুশপুতুলে আগুন দেন বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।

মিছিল ও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সর্দার, সোহেল রানা পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোহায়মিনুল হাসিব, সাংগঠনিক সম্পাদক মোহাইমনুল রহমান চৌধুরী মিথুন, এস এম সাব্বির আহমেদ, আবু হোসেন আদনান, বেলাল হোসেন আপেল, আইন সম্পাদক সোহেল রানা সনি, স্বাস্থ্য সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানিম আহসান হাবীব চপল প্রমুখ।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গত ৭ ডিসেম্বর ইলেকট্রনিক মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন বলে জয়পুরহাটসহ দেশের বেশ কয়েকটি জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএইচ