বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দেশের সব বিভাগীয় সদরে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের বিভাগীয় সমাবেশ হওয়ার কথা ছিল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। সেখানে পুলিশের অনুমতি না পেয়ে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু করেছে বিএনপি।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ২টায় গঙ্গাদাস গুহ রোডে কোরআন তেলাওয়াতের মধ‍্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। 

সমাবেশে ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন। 

সমাবেশ সঞ্চালনা করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু ও উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। 

ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী। 

উবায়দুল হক/আরআই