ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক (এমডি) মোহাম্মদ রা‌সে‌লের বিরু‌দ্ধে ব‌রিশা‌লে তিন‌টি চেক প্রতারণা মামলা করা হ‌য়ে‌ছে। রোববার (২৮ নভেম্বর) ব‌রিশাল অতি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট আদাল‌তের বিচারক পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন। 

আদাল‌তের বেঞ্চ সহকা‌রী মো. চার্চিল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাদীপ‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান জানান, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাই‌কেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের কা‌ছে প্রদান ক‌রেন। এর বিপরী‌তে চেক প্রদান করা হ‌লেও চেক নি‌য়ে ব্যাংকে যাওয়া হ‌লে সেই চেক ফেরত দেয় ব্যাংক কতৃপক্ষ।

প‌রে পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ্যাল নো‌টিশ পাঠানো হ‌লেও কো‌নো সদুত্তর না মেলায় পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন নিলয়, সুরুজ ও ফেরদাউস।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর