পলাশ বিশ্বাস ও সোলাইমান মোল্লা

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ও পরমেশ্বরী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন দুই প্রার্থী। এরা হলেন- ময়না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য পলাশ বিশ্বাস ও পরমেশ্বরদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সোলাইমান মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত পলাশ বিশ্বাস আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ময়না ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আরেকজন পরমেশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি সদস্য মো. সোলাইমান মোল্লা। তারা ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

মেয়াদ শেষ হওয়ার আগেই পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল মারা যাওযায় ইউপি সদস্য সোলাইমান মোল্লা প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বেও রয়েছেন।

গতকাল বুধবার (২৪ নভেম্বর) ঢাকা থেকে ময়না ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে ইউপি সদস্য পলাশ বিশ্বাস রাতে এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা সাতৈর বাজারে জড়ো হন। এ সময় শত শত লোকজন পলাশ বিশ্বাসকে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গোহাইলবাড়ি-গৌরীপুর-হাটখোলার চর হয়ে ময়না ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করেন। 

পথসভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী পলাশ বিশ্বাস, ময়না ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক লুৎফর রহমান মৃধা, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান লিংকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল ও  সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পরমেশ্বরদী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মো. সোলাইমান মোল্যা ঢাকা পোস্টকে বলেন,  আমি আমার ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেছি। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। আমি  নির্বাচিত হয়ে এই আস্থার প্রতিদান দিতে চাই।

প্রসঙ্গত, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর  ফরিদপুরে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জহির হোসেন/আরএআর