ঘোড়া প্রতীকে ভোট না দিতে হুমকি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী কাজী জাকি উদ্দিনের প্রচারণা কাজে অপর স্বতন্ত্র প্রার্থী এনামুল হক টিপু বাধা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে।
জাকির ঘোড়া প্রতীকে ভোটাররা যেন ভোট না দেন, সেজন্য টিপু চাপ প্রয়োগ করছেন। এর ব্যত্যয় হলে ভোটারদের মারপিট করার হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে বুধবার (২৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাকি। ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
অভিযোগের অনুলিপি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাকেও দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকি ও টিপু দুজনের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। জাকি ঘোড়া এবং টিপু টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, টিপু ও তার লোকজন জাকিকে তার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। গ্রামের ভোটাররা যেন ঘোড়া প্রতীকে ভোট না দিয়ে টেলিফোনে দেন, সেজন্য চাপ প্রয়োগ করছেন। এর ব্যত্যয় হলে ভোটারদের মারপিট করবেন বলেও হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের পর থেকে জাকি ও তার স্বজনদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, শ্রীরামপুর গ্রামের ৫, ৬, ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের (দড়িশ্রীরামপুর) কেন্দ্রগুলোতে ভোটাররা যদি টিপুর টেলিফোন প্রতীকে ভোট না দেয়, তাহলে ভোটারদের মারপিট করে নিজেরাই ব্যালটে সিল মারবে। এ অবস্থায় ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।
এছাড়া জাকির কর্মী-সমর্থকরাও নির্বাচনী প্রচারণা চালাতে সাহস পাচ্ছেন না। ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং জাকি যেন নির্বিঘ্নে তার প্রচারণা চালাতে পারেন- সেই ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগে অনুরোধ জানানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক টিপু বলেন, আমার একটি মামলার আসামি হওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন জাকি। ভোটারদের হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজিজুল সঞ্চয়/এমএসআর