রাজবাড়ীতে ওসির ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি
রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামানের সরকারি ফোন নম্বর ক্লোন করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান।
ওসি তারিকুজ্জামান বলেন, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কালুখালির ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতকারী আমার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিকট টাকা দাবি করেছে। যেটা প্রকৃতপক্ষে আমি নয়। আমার নাম্বার ক্লোন করে আমার নাম ভাঙিয়ে তারা এ কাজ করেছে।
বিজ্ঞাপন
এমন ঘটনা ঘটলে প্রার্থীরা থানায় এসে জানালে আমি বিষয়টি জানতে পারি। এ ব্যাপারে প্রার্থীদের সর্তক থাকতে মোবাইল ফোনে এবং প্রত্যেককে সর্তক থাকতে ‘বালিয়াকান্দি থানা, রাজবাড়ী’ ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তিনি চক্রটি থেকে সর্তক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
মীর সামসুজ্জামান/এমএসআর