আবদুল কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। একই সঙ্গে নিজের এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে উল্লেখ করে আলোচিত এই মেয়র বলেছেন, ‌‘রাজনীতি হচ্ছে আদর্শের জায়গা। এখানে অপরাজনীতির সুযোগ নাই। আমার শেষ দম থাকা পর্যন্ত অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে যাব।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আবদুল কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নিজ পৌরসভার নির্বাচনের ব্যাপারে এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরীর উদ্দেশ্যে আবুদল কাদের মির্জা বলেন, ‘তুমি পুকুরে অস্ত্র ফেলে দাও। তুমি সুস্থ রাজনীতি করো। তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘একজনের নাম আপনাদের হৃদয়ে রাখতে হবে। তার নাম হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমান। যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’

‘রাজাকার পরিবার’ কিনা এর জবাবে তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। আমার বড় ভাই ও খায়ের সাহেব আমাদের বাড়িতে আসলেন। তখন রাজাকাররা আমার ভাইকে খুঁজতে এসেছিল। আমি বলেছি এখানে কেউ আসে নাই।’ 

‘আমার বাবা মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী থেকে অরবিন্দুদের বাঁচিয়েছিল। তা আজও স্বীকার করে। অরবিন্দু এখন ভারতে থাকে। আমার নানা ১৯৬৩ সালে মারা গেছেন। উনি কীভাবে রাজাকার হয়?’

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, কর্নিয়া প্রমুখ।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বামনী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, মেয়রের সহধর্মিণী আক্তার জাহান বকুল, কলামিস্ট রফিকুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ উদ্দিন বাবুল, সেলিম চৌধুরী ভিপি বাবুল, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন প্রমুখ।

হাসিব আল আমিন/এমএসআর