নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে ছাড় নয়
পেশীশক্তি দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
রোববার (২১ নভেম্বর) রাজশাহীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
বিকেলে জেলার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর রাজশাহীর পবা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রফিকুল ইসলাম বলেন, পুলিশকে অস্ত্র দেওয়া হয়েছে দেখানোর জন্য নয়। ব্যালট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিহত করবে পুলিশ। অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ ও প্রশাসনকে সব ধরনের আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনে আচরণবিধি ভাঙলেও ছাড় নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। যত অভিযোগ আসছে, তার সবগুলো তদন্ত করা হচ্ছে। যারা দোষী প্রমাণিত হবেন তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা-বাহিনী কঠোর হবার তাগিদ দেন নির্বাচন কমিশনার।
রাজশাহীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিস্থিতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, রাজশাহীতে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে বিজিবি মোতায়েনের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/এইচকে