বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৮৩ হাজার টাকা জরিমানা
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৬০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ৮৩ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার (২০ নভেম্বর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা চিত্রা এক্সেপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে এসব জরিমানা আদায় করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) ৭৬৩-৭৬৪ নম্বর চিত্রা এক্সেপ্রেস ট্রেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) পদ্মা এক্সেপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৬০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫৫ হাজার ৫৮০ টাকা ও জরিমানা ২৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।
বিজ্ঞাপন
স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়। এছাড়া ভবঘুরেদের জন্য মুচলেকা নেওয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম, টিটিইএসআরআই মো. আব্দুল মাবুদ, জুনিয়র টিটি মোহাম্মদ বরকতুল্লাহ আলামিন, জুনিয়র টিটি মো. আব্দুল আলিম বিশ্বাস।
রাকিব হাসনাত/এসপি