কোম্পানীগঞ্জ আ.লীগ সভাপতির বাড়িতে হামলা, ককটেল উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের (৭২) বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
খিজির হায়াত খানের বাড়ির সিসিটিভির ক্যামেরায় দেখা গেছে, অস্ত্র হাতে একদল মুখোশধারী বাড়ি ঢুকে গুলি ছুড়ছে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটাচ্ছে।
এ বিষয়ে খিজির হায়াত খান ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টার দিকে মুখোশধারীরা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এসে বাড়ি ঘিরে ফেলে। তারা অনবরত গুলি ছোঁড়ে এবং হাতবোমা বিস্ফোরণ ঘটায়। তারা বাড়ির জানালা ভাঙচুর করে। মূল দরজা শাবল দিয়ে ভাঙার চেষ্টা করে। দরজা ভেঙে ভেতরে ঢুকতে পারলে তারা আমাকে মেরে ফেলত। আমাকে হত্যার উদ্দেশে এই হামলা চালানো হয়।
আ.লীগ সভাপতির স্ত্রী, উপজেলা আ.লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীনের দাবি, শনিবার জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে যাওয়া ও সভাপতি খিজির হায়াত বক্তব্য দেওয়ার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, রাত আটটার দিকে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাসিব আল আমিন/এইচকে