কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় রিকশায় বাড়ি ফেরার পথে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ কৃষকের নাম মেহের আলী (৫০)।

শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১১টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মেহের আলী ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। 

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, রাতে জোয়ারিয়ানালা বাজার থেকে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে মেহের আলীর বুকে গুলি লাগে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানিয়েছেন, গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অরূপ কুমার চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়েছে। তিনি পুলিশকে জানিয়েছেন, দুর্বৃত্তরা সংখ্যায় তিনজন। আমরা তাদের চিহ্নিত ও গ্রেফতার কাজ করছি।

এইচকে