৩০০ ভোটে পরাজিত প্রার্থীর প্রতীকে সিল মারা ৫২৭ ব্যালট উদ্ধার
টাঙ্গাইলের দেলদুয়ারে নির্বাচনে হেরে যাওয়া এক ইউপি সদস্য প্রার্থীর প্রতীকে সিল মারা ৫২৭টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ নভম্বর) উপজেলার ডুবাইল ইউনিয়নের সহরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। সেখানে শুধুমাত্র তালগাছ প্রতীকে সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, গত ১১ নভেম্বর উপেজলার ডুবাইল ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নর ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তালগাছ প্রতীকে নারী সদস্য পদে বিউটি আক্তার ৩০০ ভোটের ব্যবধানে হেরে যান। এরপর নির্বাচনের ৯দিন পর সকালে সহরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শিক্ষার্থীরা খেলতে গিয়ে ব্যালট পেপারগুলো দেখতে পায়। পরে শিক্ষকরা স্থানীয়দের অবহিত করলে ঘটনা জানাজানি হয়। এর আগে ওই সংরক্ষিত ওয়ার্ডে মাইক প্রতীকে রাশেদা বেগম ১৮০০ ভোট পেয়ে বিজয়ী হন।
বিজ্ঞাপন
নির্বাচনে পরাজিত প্রার্থী বিউটি আক্তার বলেন, নির্বাচনে অংশ নিয়েছিলাম। ৩০০ ভোটের ব্যবধান পরাজিত দেখানো হয়েছে আমাকে। নির্বাচনের ৯ দিন পর ওই কেন্দ্রের বিদ্যালয়ের ছাদ থেকে তালগাছ প্রতীকের সিল মারা ৫২৭টি ব্যালট পেপার পাওয়া গেছে। এই ব্যালট পেপারগুলো একত্রিত করলে আমি দুই শতাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হতাম। নির্বাচনের পর ভোট গণনার আগে সংশ্লিষ্টরা আমার প্রতীকে সিল মারা ব্যালট পেপার বিদ্যালয়ের ছাদে রেখে দিয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করবেন বলে তিনি জানান।
উপজলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় আমাদের কিছু করার নেই।
অভিজিৎ ঘোষ/আরএআর