১০ দিনের ব্যবধানে শেরপুরে ফের বন্যহাতির মৃত্যু
মাত্র ১০ দিনের ব্যবধানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে আরও এক বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছিল।
বিজ্ঞাপন
পরিবেশবাদী সংগঠন বার্ড কনজারভেশন অব শেরপুরের সভাপতি সুজয় মালাকার ঢাকা পোস্টকে জানান, হাতিটির বয়স আনুমানিক ২ বছর হবে। হাতিটি পুরুষ এবং মাত্র দাঁত উঠতে শুরু করেছে। হাতির মরদেহটি স্থানীয়রা গর্ত খুঁড়ে মাটিচাপা দিতে চেষ্টা করছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
বনবিভাগের মধুটিলা রেঞ্জের গোপালপুর বিট কর্মকর্তা মো. শাহ্ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে মৃত হাতিটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি অসুস্থ হয়ে মারা যেতে পারে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতিটি কীভাবে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
জাহিদুল খান সৌরভ/এসপি