সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বের করা হচ্ছে আসামিদের

সাবেক বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. হুমায়ুন কবীর। মামলায় রায়ের দিন ধার্য করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে আসেন তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনার গাড়িবহরে বোমা হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

হামলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে কলারোয়া থানা পুলিশ।

আকরামুল ইসলাম/এমএমএস