ময়মনসিংহে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন মেহেদী হাসান ডলার (৩০) নামের এক ব্যবসায়ী। ১১ দিনেও খোঁজ না মেলায় তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী মোনতাহেনা পিংকি ও স্বজনরা।

জেলার ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লাল মাহমুদের ছেলে মেহেদী হাসান ডলার (৩০)। তিনি নিজেও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ নভেম্বর উপজেলার ছনকান্দা রোডের বটতলা এলাকায় নিজের ফিশারি প্রজেক্ট দেখতে যান মেহেদী। সেখান থেকে ফেরার পথে নিখোঁজ হন তিনি।

পরে তারা জানতে পারেন ঘটনার দিন একটি সাদা রঙের মাইক্রোবাস এবং দুটি মোটরসাইকেলযোগে একদল লোক মেহেদীকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে মেহেদীর সন্ধান করে পাওয়া যায়নি। 

বিষয়টি নিয়ে গত ৮ নভেম্বর মেহেদীর বাবা ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও মেহেদীর কোনো সন্ধান পাচ্ছে না তার পরিবার। এ অবস্থায় মেহেদীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন স্ত্রী মোনতাহেনা পিংকি।

পিংকি বলেন, আমার দুটি ছোট সন্তান রয়েছে। বর্তমানে স্বামীকে খুঁজে না পেয়ে আমিসহ আমার সন্তানরা তাদের বাবার জন্য পাগলপ্রায়। আমার ছোট দুটি সন্তান তাদের নিখোঁজ বাবাকে ফেরত চায়। মা-বাবাও তাদের সন্তানকে ফেরত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, আমরা নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান এখনো পাইনি। তবে খুঁজে বের করার চেষ্টা করছি।

উবায়দুল হক/এনএ