দোহারের আমিরাবাদ চরে নির্মিত হবে পাওয়ার প্ল্যান্ট
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) সালমান এফ. রহমান বলেছেন, ঢাকার দোহারের আমিরাবাদ চরে ১০ হাজার একর জায়গায় পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে দোহারে পদ্মা নদীর বাম তীরে ২১৭ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার সংরক্ষণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দোহারে সব চেয়ে বড় সমস্যা নদী ভাঙন। গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম দোহারের নদী ভাঙন সমস্যা সমাধান করার। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প চাইলে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি অনুমোদন দেন।
সালমান এফ. রহমান বলেন, শুরুতে যে প্রকল্পটি নিয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেছে, এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। পরে আবার নতুন করে গবেষণা করতে হয়। এর ফলে শুধু বাঁধ নয়, প্রকল্পের সঙ্গে ড্রেজিংও যুক্ত করা হয়েছে। এর ফলে প্রকল্পের ব্যয় বেড়েছে। এটি বাস্তবায়িত হলে পুরো দোহারের নদী সীমানা বাঁধের আওতায় আসবে। এতে দোহারের প্রতিটি এলাকা নিরাপদ হবে।
ওএফ