ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখমের ঘটনায় মামলা করা হলেও মূল আসামিদেরই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

উপজেলার সহনাটি গ্রামের ভুক্তভোগী নজরুল ইসলামের (৪০) ভাষ্য, 'যার হাতে কোপ খাইলাম তারেই পুলিশ মামলার চার্জশিট থেইক্যা বাদ দিছে। অহন আমি কার কাছে যামু। কার কাছে বিচার দিমু।' 

নজরুল ইসলাম জানান, তার ওপর হামলাকারী মনজুরুল হকসহ আরও ৩ হামলাকারীকে পুলিশ এ ঘটনায় করা মামলার চার্জশিট থেকে বাদ দিয়েছে। এতে তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

মামলার বাদী আহত নজরুল ইসলামের ভাই সাইদুল ইসলাম জানান জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। এরই জের ধরে গত মার্চ মাসে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় ২৭ মার্চ গৌরীপুর থানায় একটি মামলা করা হয়। মামলায় হাসেম, মাহবুব, মনজুরুল হক, ফজলু, নাজমুল, মলি আক্তার ও বজলুকে আসামি করা হয়। 

তিনি আরও জানান, গত ১০ অক্টোবর পুলিশ এ মামলার চার্জশিট দেয়। কিন্তু চার্জশিটে ৩ জন হামলাকারীকে পুলিশ চার্জশিট থেকে বাদ দিয়ে দেয়। তারা হলেন- মনজুরুল হক, মলি আকতার ও বজলু। 

এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদীর অভিযোগ অস্বীকার করে গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, তদন্তকারী কর্মকর্তা ছাড়াও আমি নিজে সরেজমিন গিয়ে তদন্ত করার পর প্রতিবেদন দেওয়া হয়েছে। তারপরও যদি বাদীপক্ষের আপত্তি থাকে তাহলে তারা আদালতকে জানাতে পারেন।

উবায়দুল হক/আরআই