দলের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলার ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আসন্ন নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের তিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বহিষ্কারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা স্বতন্ত্র প্রার্থীরা হলেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের আনিস মোল্লা, সাহাপুর ইউনিয়নের এখলাক হোসেন বাবু এবং সাঁড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব বিশ্বাস জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তিন ইউনিয়নের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থিদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে দলের সব পর্যায়ের পদ-পদবি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর আগেই তাদের বহিষ্কারের সুপারিশের চিঠি দেওয়া হয়েছিল। তারা মনোনয়ন প্রত্যাহার করেননি বিধায় দল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাকিব হাসনাত/এনএ