শেরপুরে বন্যহাতি হত্যা বন্ধ ও শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখাে’ এ স্লোগানে শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে সমাবেশের আয়োজন করে সেভ দ্য নেচার অব বাংলাদেশ।

শ্রীবরদী উপজেলার চৌরাস্তা মােড়ে প্রায় ঘণ্টাব্যাপী ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আ ন ম মােয়াজ্জেম হাসান। তিনি বলেন, শ্রীবরদীতে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের ব্যর্থতা রয়েছে। হাতি হত্যাকারীদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা দরকার।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি গােলাম কবির লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এশিয়ার অন্যতম ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার অ্যান্ড ফটােগ্রাফার আদনান আজাদ আসিফ, সংগঠনের কেদ্রীয় সাধারণ সম্পাদক মােহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

জাহিদুল খান সৌরভ/এমএসআর