নওগাঁ জেলার মান্দা থানার কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে অপহরণ করা হয় চকগৌরাঙ্গ এলাকার এক কিশোরীকে (১৫)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে দমৈনম কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজের ১০ দিন পর র‍্যাব -৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান পরিচালনা করে ওই কিশোরীকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ দিন আগে মান্দা থানার চকউলী চকগৌরাঙ্গ গ্রামের ওই কিশোরীকে কামারকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে অপহরণ করা হয়। পরে মান্দা থানায় ৬ নভেম্বর সাধারণ ডায়েরি করেন তার বাবা। 

র‍্যাব জানায়, অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণ হওয়া কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকেই তাকে উদ্ধার করে র‍্যাব। উদ্ধারের পর তাকে মান্দা থানায় হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর আলম/এমএসআর