কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ায় মাদক মামলায় হাবলু মণ্ডল ওরফে হাবু নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. হাবলু মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত হানিফ মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে শহরের মতি মিয়ার রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে হাবু মণ্ডলের কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়।
হাবু মণ্ডলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজু আহমেদ/এমএসআর