পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী লরি উল্টে ২ শ্রমিক নিহত
ঢাকার নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী লড়ি উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টিকরপুর এলাকায় ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজিম হোসেন ওরফে রাজিব (২৪) ও আলমগীর হোসেন (৩০)।
বিজ্ঞাপন
রাজিব বরগুনা জেলার বেতাগী থানার গড়িয়াবুনিয়া গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে এবং আালমগীর ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাউজিং এলাকার মো. আলাউদ্দিনের ছেলে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে পল্লী বিদ্যুতে খুঁটি বসানোর কাজ করতেন। সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন টিকরপুর এলাকায় খুঁটি বহনকারী লড়ি নিয়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় লড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া লড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
দোহার ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব-অফিসার জনাব শহীদ আলম জানান, ধারণ ক্ষমতার অধিক ওজন বহন করছিল লড়িটি। তাই নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত বেশি হওয়ার উদ্ধার কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আবারো লড়ি উদ্ধার কাজ শুরু করবে।
ফারুক আহমেদ/ওএফ