শেষ মুহূর্তে তানোরের ১ ইউপিতে ভোটগ্রহণ স্থগিত
সব প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে ভোটের আগেরদিন বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রার্থীতা নিয়ে আইনী জটিলতায় এই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জানা গেছে, সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছিলেন চার প্রার্থী। এর মধ্যে তিনজনই স্বতন্ত্র। তারা হলেন- আনারস প্রতীকে মতিউর রহমান, চশমা প্রতীকে মোজাম্মেল হক, মোটরসাইকেল প্রতীকে সাইদুর রহমান সরকার এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাফিউল ইসলাম।
তবে ঋণ খেলাপী হওয়ায় প্রার্থীতা বাতিল হয়ে যায় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল মালেকের। তবে উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পান তিনি। কিন্তু পরে বিষয়টি আপীল বিভাগের চেম্বার জজের আদালতের নির্দেশ আটকে যায়।
এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী ছিলেন ভোটের মাঠে।
তবে ভোটগ্রহণ হচ্ছে তানোরের অন্য ৬ ইউনিয়নে। সব মিলিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ২৫ জন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন এবং সাধারণ সদস্য পদে ২১৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।
তানোরের ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার। ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা ছিল। এর মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিরাপত্তা প্রস্তুতিও নিয়েছিল স্থানীয় প্রশাসন।
ফেরদৌস সিদ্দিকী/আরআই