ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী বাজারের পাশে তুরাগের ওপর (পূর্ব পাশের) পুরোনো সেতুর পাটাতন ভেঙে পড়েছে। মঙ্গলবার (৯ নরভম্বর) গভীর রাতে আংশিক ভেঙে পড়ায় ওই পথে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

এতে ওই পথে সব প্রকার যানবাহন চলাচল ধীরগতি এবং থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। মেরামতের পর দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. হাফিজুল ইসলাম জানান, সেতুর আংশিক ধসের কারণে বুধবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ওই পথে যানবাহন চলাচলে সমস্যা হয়। এতে গাড়ির অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে গাড়ির লম্বা লাইন সৃষ্টি হয়। পরে বিআরটি প্রকল্পের লোকজন গিয়ে মেরামত করলে সকাল ১০টার পর যানবাহন চলাচল শুরু করে। এ সময় সব যানবাহনকে ধীরগতিতে যেতে হয়। পরে দুপুর আড়াইটার দিকে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে যায়।

বিআরটি প্রকল্পের (সেতু বিভাগ) প্রকল্প পরিচালক মো. মহিরুল ইসলাম খান বলেন, পুরোনো ওই সেতুটিতে স্ল্যাব ড্যামেজ থাকায় রাত তিনটার দিকে হঠাৎ একটি স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে যায়। এতে ওই সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বিঘ্নিত হয়। পরে ভাঙা অংশ মেরামত করে দিলে বুধবার সকাল ১০টার দিকে সেতু দুই লেনে যানবাহন চলাচল করছে। এখন সেতুটিতে গাড়ি চলাচলে আর কোনো ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, জানুয়ারিতে পশ্চিম অংশের নির্মাণাধীন পাঁচ লেনের সেতুটি খুলে দেওয়া হবে এবং পুরোনো সেতুটি ভেঙে সেখানে পাঁচ লেনের সেতু নির্মাণ করা হবে। তাই এ সময় পুরোনো সেতুটিতে বড় কোনো সংস্কারে যাচ্ছি না।

শিহাব খান/এনএ