বিধি ভঙ্গ করে খাবার আয়োজন, বিরিয়ানি গেল এতিমখানায়
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিধি ভঙ্গ করে ভোটারদের খাবার আয়োজন করায় এক সদস্য প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রান্না করা ৭ পাতিল (ডেগ) বিরিয়ানি জব্দ করে স্থানীয় পাঁচটি এতিমখানায় পাঠানো হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ দণ্ড দেন। দণ্ডিত মো. হাবিবুর রহমান ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শফিকুল ইসলামের একজন প্রতিনিধি।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সোমবার দুপুরে টোক ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর পক্ষে টোকনগর এলাকায় ভোটের প্রচারণা ও প্রায় ১৫শ ভোটারের জন্য খাবারের আয়োজন করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আয়োজনে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে সব খাবার স্থানীয় এতিমখানায় পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হারুন অর রশিদ।
শিহাব খান/আরআই