চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে উঠান বৈঠক করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। সোমবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুশিল সমাজের ব্যক্তিবর্গের সাথে এ উঠান বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন।
 
উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে পাখি শিকার ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এ ছাড়াও প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু, গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠু, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ আরও অনেকে।

তাপস কুমার/আরআই