চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় উঠান বৈঠক করলেন ইউএনও
চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে উঠান বৈঠক করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। সোমবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুশিল সমাজের ব্যক্তিবর্গের সাথে এ উঠান বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন।
উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে পাখি শিকার ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এ ছাড়াও প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু, গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠু, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
তাপস কুমার/আরআই