স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, পুরোনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর রূপকল্প আগামী ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হব। ধনী ও আধুনিক দেশে রূপান্তরিত হলে আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন। আর দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। ওই সময় চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য দুটো। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আসবে এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হব। সাতটি ফিজিক্যাল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত নিয়োগ দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এমন শপিংমলের কার্যক্রম চালু করা হবে। এই অঞ্চলের মানুষের জন্য একটি উপহার। এই আধুনিক শপিংমলের মাধ্যমে সর্বাধুনিক জীবনযাত্রার স্পর্শ পাবে মানুষ। এই জেলায় যারা পুলিশে কাজ করে, তারা অর্থনৈতিকভাবে সুবিধা পাবে।

অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হল রুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমল জুড়েই রয়েছে সিসি ক্যামেরা।

নওগাঁর বদলগাছী উপজেলার কৃতী সন্তান তৈয়ব উদ্দিন আহমেদ। তিনি ১৯৬১ সালে পিএসপি কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন। চাকরি জীবনে দুইবার আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি অবসরে যান। তিনি নওগাঁ শহরের বাঁঙ্গাবাড়ীয়া মহল্লার ডিগ্রির মোড় সংলগ্ন স্থানে কয়েক কোটি টাকা মূল্যের ৪৬ শতাংশ জমি জেলা পুলিশে দান করেন। সেই জমির ওপর জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ‘পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্টে অ্যান্ড ক্যাফে’ ভবন নির্মাণ করা হয়।

দেলোয়ার হোসেন/এসপি/আরএআর