স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেছেন, একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, গতকালই আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হাসপাতাল সার্ভিসের কারণে মৃত্যু ১-এ নেমে এসেছে। 

রোববার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুরে ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করি তিন কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে। নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রামপর্যায়ে পৌঁছে গেছে। 

এর আগে ডিবিএল ফার্মাসিউটিক্যালের কারখানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ওষুধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষই আমাদের গ্রুপের মূলমন্ত্র। বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে দেশবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

শিহাব খান/আরএআর