পাবনার বেড়ায় কাকেশ্বরী নদী সাঁতরে পার হতে গিয়ে মো. বক্কার প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে রাজশাহীর ডুবুরি দল। রোববার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাকলা পূর্বপাড়া গ্রামে কাকেশ্বরী নদী পার হতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

নিখোঁজের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বৃদ্ধ বক্কার প্রামানিক তার নিজ বাড়ির সামনে কাকেশ্বরী নদী পাড় হয়ে ওপারে ঘাস কাটতে যায়। দুপুরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে নদীর এপার থেকে ডাকাডাকি করে।  

এ সময় প্রতিবেশী লিটনের স্ত্রী সুলতানা (৩০) তাদের জানায়, নদী থেকে পানি আনতে গিয়ে তিনি বৃদ্ধ বক্কারকে সাঁতরে নদীর মাঝখান পর্যন্ত আসতে দেখে বাড়ি চলে আসে। এরপর থেকে শুরু হয় নদীতে খোঁজাখুঁজি। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। নদীর এপাড়ে বৃদ্ধের ব্যবহৃত স্যান্ডেল এবং ওপাড়ে তিন বোঝা ঘাস পাওয়া গিয়েছিল।

বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজমুল হুদা রুমন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে উপস্থিত হয়ে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছিলাম। পরে রাজশাহীতে ডুবুরিদের খবর দেওয়া হয়। ডুবুরি দল নিখোঁজ হওয়ার জায়গা থেকে ১০০ হাত দূরে বৃদ্ধের মরদেহ পায়। 

বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঢাকা পোস্টকে জানান, বেড়া মডেল থানা পুলিশ, বেড়া ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দলের যৌথ অভিযানে বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

রাকিব হাসনাত/এসপি