নোয়াখালী জেলা প্রশাসনের ৩ ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত
নোয়াখালী জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
তারা হলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মো. ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার) সৈকত রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে (নেজারত) মো. মাসুদুর রহমান।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় চারজন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনজন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা যেন সুস্থ হয়ে আবার মানুষকে সেবা দিতে পারে তাই সকলের কাছে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঢাকা পোস্টকে বলেন, ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২২৭ জন। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯১৮ জন।
হাসিব আল আমিন/এসপি