ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুতে সংস্কার কাজ চলছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে যাও চলছে, শৃঙ্খলা নেই। ইচ্ছে মতো গাড়ি চালাচ্ছেন চালকেরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এই যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, একজন পুলিশ সদস্য এবং একজন ড্রাইভার নিয়ে তিনি ডিউটিতে রয়েছেন। তার একার পক্ষে এই যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কাজেই এ বিষয়ে কিছুই করার নেই। 

বরংগাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, মহাসড়কের যানজট নিরসনে কাজ করছেন থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা। ব্রিজে সংস্কার কাজ চলায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। যা সপ্তাহব্যাপী চলবে।

রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট লেগে আছে। ঘুরছে না গাড়ির চাকা। বিপাকে পড়েছেন কয়েকশ পরিবহনের যাত্রী ও শ্রমিকেরা।

সোহেল হোসেন/আরএআর