ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারকে ২ লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে জেকা বাজার লিমিটেড নামে অবৈধ একটি ই-কমার্স প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার নান্নু টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল কমার্স নীতিমালা ২০২১ অনুযায়ী অনলাইনে এমএলএম বিজনেস অবৈধ। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগমের নির্দেশনায় জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে ‘জেকা বাজার লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার বিরোধী কাজ পরিলক্ষিত হওয়ায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মীর সামসুজ্জামান/আরআই