নৌকা না পেয়ে আ.লীগ নেতাকে ঘুষি মারলেন মনোনয়নপ্রত্যাশী
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাকে (৬০) কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম খান।
সোমবার (০১ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আহত আকরামুজ্জামানকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আকরামুজ্জামান বর্তমানে উপজেলা সদরের নিজ বাড়িতে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুষির কারণে আকরামুজ্জামানের ঠোঁট ফেটে গেছে এবং দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ঠোঁটে কয়েকটি সেলাই দিতে হয়েছে। আর দাঁতের সমস্যার চিকিৎসা এই হাসপাতালে হয় না। তাই দাঁতের জন্য একজন দন্তরোগ বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান অভিযোগ করে বলেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার ওপর হামলা চালিয়েছে। তার ধারণা, আমি তার মনোনয়ন না পাওয়ার ব্যাপারে কাজ করেছি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম খান ঢাকা পোস্টকে বলেন, ‘আমি আজ দুপুরে উপজেলা পরিষদের ফটকের সামনে এলে আকরামুজ্জামানের সঙ্গে দেখা হয়। তখন তিনি আমাকে উপজেলা পরিষদে ঢুকতে বাধা দেন ও গালিগালাজ করেন। তখন হৈ চৈ লেগে যায়। তারপর কে কার ওপর হামলা করেছে খেয়াল করিনি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, উপজেলা চত্বরে আওয়ামী লীগ নেতার ওপর হামলার খবর শুনে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ গিয়ে হামলাকারী কাউকে পায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ না করায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ে ফরিদপুরের ভাঙ্গার সব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
জহির হোসেন/এসপি