নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবৈধ ২০টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ নভেম্বর) দুপুরে থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস ও স্টেশনারী) মংচিংনু মারমার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

মংচিংনু মারমা ঢাকা পোস্টকে বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় দুই মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে ওইসব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। গত বছরের ডিসেম্বর থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

হাসিব আল আমিন/এসপি